কণ্ঠশিল্পী জাহেদ পারভেজ পাবেল। জনপ্রিয় ‘বুক চিন চিন’ এর পর পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তৈরি হয়েছে ‘সোনা বন্ধুরে’। ঈদের পরদিন ২২ জুলাই গানটি ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে গানটি।

ইতোমধ্যে গানটি ইউটিউব ও টিকটকে বেশ সাড়া ফেলছে। গানটির কথা লিখেছে যৌথভাবে নাসিফ ও জুয়েল মোর্শেদ। আদিব ও জুয়েল মোর্শেদের যৌথ সুরে গানটির সংগীতায়োজন করেছেন আদিব। র‌্যাপ করেছেন র‌্যাপস্টা দাদু। মডেল হিসেবে পারফর্ম করেছেন হামজা ও শাকিলা পারভিন। গানটির ভিডিও ধারণ করা হয়েছে কেরানীগঞ্জের বিভিন্ন লোকেশনে। গানটি পরিচালনা করেছেন রাজ বিশ্বাস।

গান প্রসঙ্গে শিল্পী পাবেল বলেন, ‘বুক চিন চিন’ এর পর ‘সোনা বন্ধুরে’ আমার নতুন ধামাকা এবং এটা আমার মৌলিক গান। গানটির মধ্যে বেশ মজা আছে এবং ভিডিওটিও মজার ও কালারফুল করার চেষ্টা করেছি। আশা করছি ‘বুক চিন চিন’ এর মতই এই গানটিও মানুষ একইভাবে ভালোবাসবে। ইতোমধ্যে বেশ সাড়া পাচ্ছি টিকটক ও ইউটিউবে।

কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় বড় ভাই ও মেন্টর জুয়েল মোর্শেদ এবং প্রিয় মানুষ ও ধ্রুব মিউজিক স্টেশনের কর্ণধার ধ্রুব গুহ দাদার প্রতি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here