নিউজবাংলা ডেস্ক:

সরকার ও স্বাস্থ্য সংস্থাগুলো বসে নেই। সামাজিক দূরত্ব মেনে চলার কথা বলছে তারা। জন-মানুষ সেসব শুনছে কিন্তু মানছে কতটুকু? ক্রীড়াঙ্গনের তারকারা যেন এক কাঠি সরেস। করোনা মহামারি শুরু থেকে সামাজিক দূরত্বের বিধিনিষেধ ভাঙছেন ক্রীড়াঙ্গনের অনেকেই। এর খেসারতও দিতে হচ্ছে। কিংবদন্তি স্প্রিন্টার উসাইন বোল্টকে নিয়ে যেমন গুঞ্জন উঠেছিল, জন্মদিনের পার্টিতে উদ্দাম ‘মাস্তি’ করে তিনি এখন করোনা পজিটিভ। খবরটা শুনে ক্রিস গেইলের নিশ্চয়ই ঘাম ছুটেছে।

ফলটা পাওয়ার পর নিশ্চয়ই তিনি হাঁফ ছেড়ে বেঁচেছেন? করোনায় সংক্রমিত না হওয়ার খবরটা সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন গেইল। ইনস্টাগ্রামে এ নিয়ে দুটি পোস্ট করেন তিনি। প্রথম পোস্টে লিখেছেন, ‘কিছুদিন আগে প্রথম কোভিড-১৯ পরীক্ষা করাই…ভ্রমণের আগে আমার দুটো নেগেটিভ ফল দরকার।’ আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘শেষটা (পরীক্ষা) আমার নাকের মধ্যে একটু বেশি ঢুকেছিল। ফল নেগেটিভ।’১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে আইপিএল। এবার কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলবেন গেইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here