প্রথম-একাদশে-থাকছেন-কারানিউজ বাংলা স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বেশ ছন্দেই আছে বাংলাদেশ। সাকিবের ইনজুরি কাটিয়ে দলে ফেরা টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশের আনন্দ বাড়িয়ে দিয়েছে। ওয়ানডে সিরিজ দিয়ে চোট কাটিয়ে দলে ফিরছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবালও। ফর্মে আছেন লিটন দাস, ইমরুল কায়েস ও সৌম্য সরকারের মতো ব্যাটসম্যানরা। তাই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মিরপুরে কোন একাদশকে মাঠে দেখা যাবে, তা নিয়ে চলছে বিস্তর জল্পনা-কল্পনা।

ঘোষিত ওয়ানডে দলে মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোহাম্মদ মিঠুন, মেহেদী হাসান মিরাজের পাশাপাশি পেসার হিসেবে আছেন মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু হায়দার রনির মতো খেলোয়াড়রা। মোহাম্মদ সাইফউদ্দিন, আরিফুল হক কিংবা নাজমুল ইসলাম অপুর মতো খেলোয়াড়রাও প্রমাণ করেছেন নিজেদের। তবে দিবারাত্রির ম্যাচে শিশিরের কথা ভেবে তিনজন পেসার খেলানোর কথা বলেছেন মাশরাফি। শেষ পর্যন্ত কারা থাকছেন একাদশে, তা দেখার জন্য অপেক্ষা করতে হবে ম্যাচ শুরু হওয়া পর্যন্ত।

রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুপুর ১টায় শুরু হবে সিরিজের প্রথম ওয়ানডে। এর পর একই ভেন্যুতে দ্বিতীয় ওয়ানডে ১১ ডিসেম্বর। আর ১৪ ডিসেম্বর সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিলেটে। তিনটি টি-টোয়েন্টি ম্যাচ হবে যথাক্রমে ১৭, ২০ ও ২২ ডিসেম্বর।

সম্ভাব্য বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন ও নাজমুল ইসলাম অপু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here