নিউজবাংলা ডেস্ক

উপেক্ষার শিকার হতে হতে অনেকটা আক্ষেপ নিয়েই সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিলেন বাংলাদেশ দলের অন্যতম সেরা স্পিনার আবদুর রাজ্জাক।

জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ২০০ উইকেট শিকারী এই বোলার শনিবার দুপুর ১২টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের ১নং গেটে সংবাদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দেন।

অবসরের ঘোষণায় এই বাঁ-হাতি স্পিনার বলেন, ‘গতকাল (শুক্রবার) পর্যন্ত বলতে পেরেছি আমি ক্রিকেটার। এখন থেকে বলতে হবে অন্যকিছু, যা আমার পেশা। হয়তো বিষয়টা সহজে বলতে পারছি। যদিও আমার জন্য এ অবসরের ঘোষণা দেওয়া এত সহজ না। ঘোরের মধ্যে আছি এখনও। ১৯৯৪ সাল থেকে ক্রিকেটের মধ্যে আছি। তখন বিকেএসপিতে ভর্তি হয়েছিলাম। সেই ক্রিকেটকে বিদায় বলা সত্যি কষ্টকর।’’

ব্যাট-বল হাতে মাঠে নামার ইতি টানলেও ক্রিকেটাঙ্গনকে বিদায় জানাননি রাজ্জাক। গত মাস থেকে জাতীয় দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

ফারুক আহমেদের পদত্যাগের পর এতদিন তিন সদস্যের নির্বাচক প্যানেলের কাজ সামাল দিয়ে আসছিলেন মিনহাজুল আবেদীন নান্নু ও হাবিবুল বাশার সুমন। ২৭ জানুয়ারি প্যানেলের তৃতীয় নির্বাচক হিসেবে দায়িত্ব নেন আবদুর রাজ্জাক।

আবদুর রাজ্জাক একটা সময় ক্রিকেটে দাবিয়ে বেড়িয়েছেন। তাকে ছাড়া জাতীয় দলের একাদশ চিন্তাই করা যেত না। নিয়মিত উইকেট পেতেন। পরে উপক্ষিত হন এই অভিজ্ঞ স্পিনার।

জাতীয় দলের হয়ে ওয়ানডে ক্রিকেটে প্রথম ২০০ উইকেট পান। ক্যারিয়ারে ১৩ টেস্টে শিকার করেন ২৮ উইকেট। আর ১৫৩ ওয়ানডেতে তার শিকার ২০৭ উইকেট। আর ৩৪টি টি-টোয়েন্টি খেলে ঝুলিতে ভরেন ৪৪ উইকেট।

তবে জাতীয় দলের চেয়েও ঘরোয়া ক্রিকেটে সফল রাজ্জাক। প্রথম শ্রেণির ক্রিকেটে দেশের হয়ে রেকর্ড সর্বোচ্চ ৬৩৪ উইকেট শিকার করেছেন। আর লিস্ট-এ ক্রিকেটে শিকার করেন ৪১২ উইকেট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here