নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে গতকাল (মঙ্গলবার) রাতে এক ভার্চুয়াল আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের সভাপতি অধ্যক্ষ মোঃ মাইন উদ্দিন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আওয়ামিলীগ সরকারের আমলে দেশের অনেক উন্নয়ন হয়েছে। আওয়ামিলীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের চেহারা পুরোপুরি বদলে দিয়েছে। পদ্মাসেতু, মেট্রোরেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, উড়ালসেতু, পারমাণবিক বিদ্যুৎ, মহাকাশে স্যাটেলাইট, ঘরে ঘরে বিদ্যুৎ, ইন্টারনেট, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এটা বাংলাদেশের এখন দৃশ্যমান বাস্তবতা। শেখ হাসিনা বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।বর্তমান বাংলাদেশ স্বল্পোন্নত থেকে মধ্যম আয়ের দেশে পরিনত হয়েছে, খাদ্য ঘাটতি থেকে খাদ্যে উদ্বৃত্তের দেশে রূপান্তরিত হয়েছে। সর্বশেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরামের যুগ্ম-মহাসচিব নুরুল্লাহ।