নিউজবাংলা ডেস্ক 

স্বাধীনতা অর্জনের মাসে স্মার্ট বাংলাদেশের ওপর প্রবন্ধ প্রতিযোগিতার আয়োজন করেছে প্রকাশনা সংস্থা ‘নৃ-কথা’। প্রতিযোগিতাটি বাংলাদেশের যে কোনো বয়সের প্রতিযোগীর জন্য উন্মুক্ত। আগ্রহীরা আগামী ২১ মার্চের মধ্যে লেখা জমা দিতে পারবেন।

নৃ-কথার প্রকাশক আশিকুর রহমান জানান, জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ডপ্রাপ্ত মিলন স্মৃতি পাঠাগারের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণের বিষয়ের মধ্যে রয়েছে ‘স্বাধীনতার শতবর্ষে স্বপ্নের বাংলাদেশ’, ‘সম্ভাবনার বাংলাদেশ’, ‘ডেল্টা প্ল্যান-২১০০’, ‘কেমন বাংলাদেশ চাই’ ইত্যাদি।

বিজয়ীদের জন্য পুরস্কার হিসেবে রয়েছে- প্রথম পুরস্কার ৩০০০ টাকার সমমূল্যের বই, দ্বিতীয় পুরস্কার ২০০০ টাকার সমমূল্যের বই, তৃতীয় পুরস্কার ১০০০ টাকার সমমূল্যের বই।

প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ষোলোজন পাবেন সার্টিফিকেট। বিচারকমণ্ডলী কর্তৃক মনোনীত প্রথম ষোলোজন প্রতিযোগীর সেরা প্রবন্ধ ছাপা হবে নৃ-কথার ই-ম্যাগাজিনে।

অংশগ্রহণের নিয়মাবলি
১. প্রবন্ধটি অবশ্যই বাংলা ভাষায় ও ৬০০ শব্দের মধ্যে লিখতে হবে।
২. লেখাটি পিডিএফ এবং ডক (উভয়) আকারে nri.katha@gmail.com মেইলে পাঠাতে হবে।
৩. কোনো লেখা হাতে হাতে, ডাকে কিংবা কুরিয়ারে গ্রহণ করা হবে না।
৪. প্রবন্ধের শেষে লেখকের নাম, পদবি, ঠিকানা, ই-মেইল ও ফোন নম্বর লিখতে হবে।
৫. প্রতিযোগিতা সংক্রান্ত যে কোনো বিষয়ে আয়োজকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here