ঢাকা: প্রিজাইডিং অফিসারদের নিরপেক্ষতার ওপরই একাদশ জাতীয় সংসদের সুষ্ঠু নির্বাচন নির্ভর করছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।
আজ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে, প্রিজাইডিং কর্মকর্তাদের নির্বাচন-প্রশিক্ষণ ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।
নির্বাচনে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের হুঁশিয়ারি করে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের গাফিলতির কারণেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়। প্রশ্নবিদ্ধ নির্বাচনের দায় নিতে চায় না কমিশন। মাঠ পর্যায়ের নির্বাচনি কর্মকর্তারাই পারে কমিশনকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে। তাই সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে।’
তিনি জানান, ‘ভোটের দিন প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। কেন্দ্রের শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচনি কর্মকর্তারা তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন যাতে কোনভাবেই আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নিত না হয়।’
এছাড়া তিনি আরও বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালনকালীন সময়ে যেখানেই যাক না কেন তা নির্বাচনি কর্মকর্তাদের নজরে থাকতে থাকতে হবে।’
নির্বাচন কমিশনার বলেন, ‘ভোটারদের ভোটকেন্দ্রে নিরাপদে আসার জন্য সব ধরণের প্রস্তুতি নেবে কমিশন।’ নির্বাচনি ব্যবস্থার ফিটনেস নিশ্চিত করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বস্থ করেন তিনি।