ফরিদুল ইসলাম রানা
ফিলিস্তিনে ইসরাইলী গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে শুক্রবার (১৪ মে) সকাল ১১ টায় টাউন হলের সন্মুখে “নিপীড়নের বিরুদ্ধে রংপুর” এর উদ্যোগে বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়। শ্রমিক অধিকার আন্দোলনের আহ্বায়ক সাবেক ছাত্রনেতা পলাশ কান্তি নাগ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জনসংগ্রামী পার্টির সালাউদ্দিন বাবু, কমিউনিস্ট পার্টি গঠন প্রক্রিয়ার রেদওয়ান ফেরদৌস, জুবায়ের আলম জাহাজী, গণতান্ত্রিক গণমঞ্চের নুরে আযম দীপু, ছাত্র অধিকার পরিষদের ইয়াসির আরাফাত প্রমুখ। বক্তারা, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে জাতিসংঘের কার্যকর ভূমিকা দাবি করেন।