বিশ্বের অনেক দেশেই `ইন্টারন্যাশনাল ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থ’ উপলক্ষে তাদের বিভিন্ন গুরুত্বপূ্র্ণ স্থাপনা গোলাপি আলোয় আলোকিত করে রাখে স্তন ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির জন্য। বাংলাদেশে এবারই প্রথমবারের মতো ফ্রেশ টিস্যু আয়োজন করল এ উদ্যোগের। শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা গোলাপি রঙে আলোকিত হয়ে আছে স্তন ক্যান্সার বিষয়ক সচেতনতা ছড়ানোর জন্য।

 

এ আয়োজন শুধু আলোকসজ্জায়ই থেমে যায়নি। এর পাশাপাশি ‘ফ্রেশ টিস্যু: একটি চেকআপ আর দেরি নয়, মুছতে গ্লানি, এখনই সময়’ স্লোগান সামনে নিয়ে তারা নির্মাণ করেছে কিছু সচেতনতামূলক বিজ্ঞাপন চিত্রও, যার মূল উদ্দেশ্য ছিল দেশের নারীদের নিয়মিত স্তন ক্যান্সারের মেডিকেল চেকআপে উৎসাহিত করা এবং এর ভয়াবহতা সম্পর্কে সবাইকে জানানো। ইতোমধ্যে অনলাইন দুনিয়ায় প্রশংসায় ভাসছে ফ্রেশ টিস্যু’র এই উদ্যোগ।

বাংলাদেশে প্রতিদিন গড়ে প্রায় ১৯ জন নারী মৃত্যুবরণ করছেন স্তন ক্যান্সারের কারণে, যা বছরে প্রায় সাত হাজারের কাছাকাছি। অথচ প্রাথমিক পর্যায়েই চিহ্নিত করতে পারলে এ রোগে নিরাময়ের হার শতকরা ৯০ ভাগ পর্যন্ত।

এই রোগের ভয়াবহতার একটি মূল কারণ হচ্ছে এর সম্পর্কে আমাদের সাধারণ মানুষের অসচেতনতা। অথচ বছরে অন্তত একবার স্তন ক্যান্সারের মেডিকেল চেকআপ করালেই নিরাপদ থাকার সম্ভাবনা বেড়ে যায় অনেকাংশেই।

সাধারণ মানুষের এই আচরণে উৎসাহিত করার জন্য ফ্রেশ টিস্যু একই সঙ্গে দেশের আটটি বিভাগীয় সদরে আয়োজন করেছে মাসব্যাপী একটি মেডিকেল ক্যাম্পেইন। যেখান থেকে এই ক্যাম্পেইনে অংশগ্রহণকারী এক হাজার নারী পাবেন স্তন ক্যান্সারের ফ্রি প্রাইমারি চেকআপ অ্যান্ড কনসালটেন্সি সার্ভিস। ফ্রেশ টিস্যুর ফেসবুক পেজে গেলেই যে কেউ পেয়ে যাবেন এ ক্যাম্পেইনে ফ্রি রেজিস্ট্রেশন করার লিঙ্ক।

Fresh-(3).jpg

শুধু তাই নয়, ফ্রেশ টিস্যু www.muchhejaakglani.com নামে একটি ওয়েবসাইট চালু করেছে, যেখানে স্তন ক্যান্সার সম্পর্কিত প্রাথমিক তথ্য একসঙ্গে পাওয়া যাবে। এ ওয়েবসাইটে কেউ ভিজিট করলেই স্তন ক্যান্সারের লক্ষণ, কারণ, সতর্কতা, সেলফ-এক্সামের নিয়মাবলিসহ দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তালিকাসহ এই সম্পর্কিত সব প্রাথমিক তথ্যই পেয়ে যাবেন।

ফ্রেশ টিস্যুর অভিনব এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে অজস্র মানুষ। সাধারণ মানুষের পাশাপাশি অভিনেত্রী বিদ্যা সিনহা মীম, মাসুমা রহমান নাবিলাসহ অনেক সেলিব্রিটি যোগ দিয়েছেন এই ক্যাম্পেইনের প্রচারণায়।

আগামীতেও এভাবে দেশের পাশে, দেশের মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছে ফ্রেশ টিস্যু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here