নিউজ বাংলা ডেস্ক :
শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি সময়ের দৃশ্য
শাবিতে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি সময়ের দৃশ্য। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াকে কেন্দ্র করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের সময় এ ঘটনা ঘটে।

শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান ও যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটনের অনুসারীদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তারা বলেন, সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্রলীগের সকল গ্রুপ একত্রিত হয়ে ছাত্রলীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দেয়।

এর পর হাতাহাতিতে লিপ্ত হন ইমরান খান ও মৃন্ময় দাস ঝুটনের অনুসারী ছাত্রলীগ কর্মীরা।

এসময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

একপর্যায়ে ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. মো. রাশেদ তালুকদার ও শিক্ষক সমিতির সভাপতি ড. এসএম সাইফুল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

শাখা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মৃন্ময় দাস ঝুটন বলেন, ‘এটা ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। ইতোমধ্যে বিষয়টি মিমাংসা হয়ে গেছে।’

সাধারণ সম্পাদক ইমরান খান বলেন, ঘটনায় সম্পৃক্তদের নিয়ে প্রক্টরিয়াল বডি ও হল প্রভোস্টদের আলোচনা মাধ্যমে বিষয়টি মিমাংসা হয়েছে বলে জানিয়েছেন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here