ঢাকা: অস্ট্রেলিয়ার সরকার বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিচ্ছবি সম্বলিত পৃথক দুটি ডাকটিকেট সরকারিভাবে প্রকাশ করেছে।

রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। ডাকটিকেটের মূল্য নির্ধারণ করা হয়েছে অস্ট্রেলিয়ান মুদ্রায় ১ ডলার।

মন্ত্রণালয় সূত্র জানায়, অস্ট্রেলিয়া পোস্টের ‘পার্সোনালাইজড স্ট্যাম্প অফার’ প্রকল্পের আওতায় ডাকটিকেট দুটি প্রকাশ করা হয়েছে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সিডনিতে আয়োজিত এক অনুষ্ঠানে ডাকটিকেটগুলোর ডিজাইন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এখন থেকে ডাকটিকেট দুটি অস্ট্রেলিয়া পোস্টের নির্দিষ্ট দোকানে পাওয়া যাবে।

বিশেষ ডাকটিকেট দুটি প্রায় চার মাসের দাপ্তরিক প্রক্রিয়া শেষে প্রকাশিত হয়েছে বলে সূত্র জানায়। এ উদ্যোগে সহায়তা করেছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়।

প্রসঙ্গত, ১৯৭২ সালের ২৬ জানুয়ারি বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেয় অস্ট্রেলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here