নিউজবাংলা ডেস্ক:
অভিনয় দিয়ে বিশ্ব মাতিয়ে রাখা তারকারা প্রতি বছর কে কত আয় করেন? এ নিয়ে কৌতুহলের শেষ নেই। গেল মাসে জানা গিয়েছিলো সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতাদের তালিকা। যেখানে সবার শীর্ষে রয়েছেন ‘দ্য রক’খ্যাত ডোয়াইন জনসন। বলিউডে সবার চেয়ে বেশি পারিশ্রমিক নেন অক্ষয় কুমার।
এবার জানা গেল গত এক বছরে সবচেয়ে বেশি আয় করা বা ধনী হওয়া অভিনেত্রীর তালিকা। সম্প্রতি মার্কিন সাময়িকী ফোর্বস হাইয়েস্ট-পেইড নারী অভিনেত্রীর তালিকা প্রকাশ করেছে। এ তালিকার শীর্ষে রয়েছেন সোফিয়া। এ তালিকায় সোফিয়া ভার্গারা রয়েছেন সবার উপরে। তার বাৎসরিক আয় ৪৩ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি মূল্যে প্রায় ৩৬০ কোটি টাকারও বেশি।
হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলি দ্বিতীয় স্থানে আছেন ৩৫.৫ মিলিয়ন ডলার উপার্জনকারী হিসেবে। ‘ওয়ান্ডার ওম্যান’ তারকা গল গ্যাদেত ৩১ মিলিয়ন ডলার আয় করে রয়েছেন তৃতীয় স্থানে।
সেরা দশে আছেন যারা
১. সোফিয়া ভার্গারা : ৪৩ মিলিয়ন ডলার
২. অ্যাঞ্জেলিনা জোলি : ৩৫.৫ মিলিয়ন ডলার
৩. গল গ্যাদেত : ৩১.৫ মিলিয়ন ডলার
৪. মেলিসা ম্যাকার্থি : ২৫ মিলিয়ন ডলার
৫. মেরিল স্ট্রিপ : ২৪ মিলিয়ন ডলার
৬. এমিলি ব্লান্ট : ২২.৫ মিলিয়ন ডলার
৭. নিকোল কিডম্যান : ২২ মিলিয়ন ডলার
৮. এলেন পম্পেও : ১৯ মিলিয়ন ডলার
৯. এলিজাবেথ মস : ১৬ মিলিয়ন ডলার
১০. ভায়োলা ডেভিস : ১৫.৫ মিলিয়ন ডলার