ঢাকা: রাজধানীর বনানীতে জাতীয় চার নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
আজ শনিবার সকালে দলের সিনিয়র নেতাদের সঙ্গে নিয়ে প্রথমে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন ওবায়দুল কাদের। পরে দলের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া আওয়ামী লীগের সহযোগী ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
পরে তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এসময় জাতীয় চার নেতার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
এছাড়া দিনের কর্মসূচি হিসেবে সকাল ৬টায় বঙ্গবন্ধু ভবন ও দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন এবং কালো ব্যাজ ধারণ করে আওয়ামী লীগ। সকাল ৮টায় বনানী কবরস্থানে ১৫ আগস্টের কালরাত্রিতে শহীদ ও কারাগারে নির্মমভাবে নিহত জাতীয় নেতাদের পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও মোনাজাত করা হয়।
একই সঙ্গে রাজশাহী জেলায় জাতীয় নেতা শহীদ কামরুজ্জামানের কবরে পুষ্পার্ঘ্য অর্পণ, ফাতেহা পাঠ, মিলাদ মাহফিল ও প্রার্থনা করা হয়।
এছাড়া আওয়ামী লীগ বিকাল ৩টার দিকে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে স্মরণসভা অনুষ্ঠান করবে। দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভায় নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, ৩ নভেম্বর জেল হত্যা দিবস। বাঙালি জাতির ইতিহাসে কলঙ্কময় একটি দিন। ১৯৭৫ সালের এ দিন মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমেদ, ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামারুজ্জামানকে নির্মমভাবে হত্যা করা হয়।