নিউজ বাংলা ডেস্কঃ বন্ধু ছাড়া আসলেই মানুষ অচল। বন্ধু ছাড়া আর কেই বা বোঝে গভীরে, অত ভালো করে। এই সম্পর্ক সমস্ত কিছুর উর্ধ্বে। তাই মাঝে মধ্যে এই সম্পর্কটা নবায়ন করার প্রয়োজন হয়, প্রয়োজন হয় উদযাপনের। রঙ বাংলাদেশ বন্ধু দিবসকে সামনে রেখে সেই উদযাপনের উপাচার সাজিয়ে দিয়েছে আপনাদের জন্য। সামান্য আয়োজনে রয়েছে অসাধারণ আবেগ। বন্ধু দিবসের সংগ্রহে রয়েছে টি-শার্ট,শার্ট,ফতুয়া,বাচ্চাদের পোশাক আর উপহার সামগ্রী হিসাবে আছে মগ,গহনা ও শোপিস। বন্ধু দিবসের সংগ্রহের পাশাপাশি রঙ বাংলাদেশ এর নিয়মিত সংগ্রহে আছে শাড়ি, থ্রী-পিস, সিঙ্গল কামিজ, স্কার্ট-টপস, পাঞ্জাবি,ওড়না,আনস্টিচড। করোনার এই সময়ে বাসায় বসেই অর্ডার করতে পারেন পছন্দের পোশাক। এজন্য সকল ডিজিটাল মাধ্যম ছাড়াও রয়েছে ক্যাশ অন ডেলিভারির বিশেষ সুযোগ। তাই দেরি নয়, আজই সংগ্রহ করুন আপনার প্রিয় ব্র্যান্ড রঙ বাংলাদেশ-এর বন্ধু দিবসের পোশাক । আনন্দময় হোক বন্ধু দিবস। দীর্ঘ হোক বন্ধুত্ব। অর্ডার করতে অনলাইনে ভিজিট করুন www.rang-bd.com ও ফেসবুক পেজ facebook.com/rangbangladesh। ফোন বা ইনবক্সে সহায়তার জন্যে সবসময় প্রস্তুত আছি আমরা। যেকোন সাহায্য পেতে যোগাযোগ করতে পারেন ফোন বা হোয়াটস্ অ্যাপে: +৮৮০১৭৭৭৭৪৪৩৪৪ এবং +৮৮০১৭৯৯৯৯৮৮৭৭ নাম্বারে। এমনকি সাহায্য বা কেনাকাটার প্রয়োজনে যোগাযোগ করতে পারেন রঙ বাংলাদেশ-এর আপনার কাছের কোন আউটলেটের ফেসবুক পেজের ইনবক্সে বা হোয়াটস্ অ্যাপ নাম্বারেও।