নিউজ বাংলা ডেস্ক :
ব্রিটেনের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি তাদের নতুন নেতা হিসেবে বেছে নিয়েছে লন্ডনের সাবেক মেয়র বরিস জনসনকে, তিনিই হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী।
টেরিজা মের উত্তরসূরি হিসেবে ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বিচ্ছেদের জটিল অংক বরিস জনসনকেই মেলাতে হবে। সেজন্য তার হাতে সময় আছে তিন মাস।
দলে বিদ্রোহের মুখে টেরিজা মে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় নতুন নেতৃত্ব বেছে নিতে ভোটের আয়োজন করে কনজারভেটিভ পার্টি। সেই দৌড়ে শেষ পর্যন্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।
তাদের মধ্যে একজনকে বেছে নিতে সোমবার বিকাল পর্যন্ত ভোট দেন কনজারভেটিভ পার্টির ১ লাখ ৬০ হাজার নিবন্ধিত সমর্থক। মঙ্গলবার দুপুরে সেই ভোটের ফলাফলে বিজয়ী হিসেবে বরিস জনসনের নাম ঘোষণা করা হলে তার ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে যাওয়া নিশ্চিত হয়ে যায়।
ভোটে সুস্পষ্ট ব্যবধানেই প্রতিদ্বন্দ্বী হান্টকে হারিয়েছেন জনসন। বিবিসি জানায়, জনসন ৯২ হাজার ১৫৩ ভোট এবং হান্ট ৪৬ হাজার ৬৫৬ ভোট পেয়েছেন।
জয়ী ঘোষণার পর জনসন ‘দল তার উপর যে আস্থা দেখিয়েছে তিনি তার যোগ্য হয়ে উঠতে পারবেন’ বলে আশা প্রকাশ করেন এবং বলেন, তিনি তার দল নিয়ে দ্রুত কাজে ঝাঁপিয়ে পড়বেন।
“প্রচার শেষ, এবার কাজ শুরু করার সময় হয়েছে”, বলে বক্তব্য শেষ করে জনসন।
বিশ্বনেতাদের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প সবার প্রথম জনসনকে শুভেচ্ছা জানিয়েছেন।
জনসনের বিজয়ী হওয়ার খবর প্রকাশের পরপরই এক টুইটে ট্রাম্প বলেন, “যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হওয়ার জন্য বরিস জনসনকে শুভেচ্ছা। তিনি অসাধারণ হবেন।”