নিজস্ব প্রতিবেদকঃ সেবামূলক ও ভ্রমণ বিষয়ক সংগঠন ‘বন্ধু চিরদিন’ তাদের বর্ষপূর্তি উদযাপন করেছে। গত শুক্রবার কেরানীগঞ্জের শরিফ ফুড কোর্ট ড্রিম পার্কে বর্ষপূর্তি পালন করলো গ্রুপটি। এ সময় এডমিন প্যানেল, মডেরেটর এবং গ্রুপের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে গ্রুপের বিভিন্ন কর্মপন্থা নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন গ্রুপের বন্ধুরা। অনুষ্ঠানের শেষ নাগাদ বর্ষপূর্তির কেক কাটার মাধ্যমে বর্ষপূর্তির সমাপ্তি ঘোষণা করেন গ্রুপের চিফ এডমিন জাফরুল আলম।

এ ব্যাপারে গ্রুপের চিফ এডমিন বলেন, গ্রুপটাকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে সাজিয়ে তোলার আপ্রাণ চেষ্টা চলছে। তিনি আরও বলেন, গ্রুপ প্রতিষ্ঠার পর থেকে আমরা বেশ কিছু সেবামূলক ও মানবিক কাজ করেছি। অনুষ্ঠানে গ্রুপের বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রুপ এডমিন মোস্তাক রহমান, রুমি হোসেন ও জয় সুমন। মডেরেটর মামুন ও সুমনা।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাসিমা আক্তার সোমা, সাহিদুল ইসলাম, শামছুল হুদা, দিনা করিম, আলমগীর, মনির হোসেন, অ্যাডভোকেট. মালেক, পলাশ, মাসুদ, জীবন, রেজাউল, নূপুর, রোকসানা, জানে আলম, আলাউদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here