ঢাকা: বিদ্যুৎ-জ্বালানিসহ বাংলাদেশে বিভিন্ন খাতে জার্মানি আরও বিনিয়োগে আগ্রহী বলে জানিয়েছেন বাংলাদেশে দেশটির নতুন রাষ্ট্রদূত পিটার ফারেনহোলৎজ।
মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাতে গিয়ে এই আগ্রহের কথা জানান তিনি।
এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বিনিয়োগ বাড়াতে তার সরকার ১শটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। যেখানে জার্মান ব্যবসায়ীরা চাইলে শিল্প স্থাপন করতে পারে।
বৈঠকে, রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় শেখ হাসিনার প্রশংসা করেন পিটার। নিজেদের দেশেও শরণার্থীদের আশ্রয় দেয়ার কথা উল্লেখ করে তিনি রোহিঙ্গাদের সহায়তায় তার দেশের ৭৫ মিলিয়ন ডলার সহায়তা দেয়ার কথা জানান। বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি বাড়ানোর কথা জানালে রাষ্ট্রদূত এ পদক্ষেপের প্রশংসা করেন।
জার্মান রাষ্ট্রদূতের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ইতালির রাষ্ট্রদূত মারিও পালমা। বিদায়ী সাক্ষাতে হলি আর্টিজানসহ বিভিন্ন স্থানে জঙ্গি তৎপরতা মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি।
প্রধানমন্ত্রী এ সময়, তার ইতালি সফরের সময় দেশটির আতিথেয়তার প্রশংসা করেন এবং দুই দেশের পারস্পরিক সহযোগিতার সম্পর্ক নিয়েও সন্তোষ প্রকাশ করেন।