ক্রীড়া ডেস্কঃ

বার্সেলোনার সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে না লিওনেল মেসির। কাতালান ক্লাবটি বৃহস্পতিবার (৬ আগস্ট) আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে ঘোষণা দিয়েছে, মেসি থাকছেন না।

এক মাস দীর্ঘ ছুটি শেষে লিওনেল মেসি বার্সেলোনায় ফিরেছেন, বৃহস্পতিবারই কাতালানদের সঙ্গে নতুন চুক্তি করতে যাচ্ছেন। দিনের শুরুতে স্প্যানিশ গণমাধ্যমগুলোতে এমন খবরে উচ্ছ্বসিত দেখা গেছে বার্সা সমর্থকদের। কিন্তু দিনের শেষ দিকে নাটকীয় মোড় নিল। এবার স্প্যানিশ সংবাদ মাধ্যম যা শোনাচ্ছে তাতে বার্সা সমর্থকদের কপাল চাপড়ানোর অবস্থা।

নতুন খবর, ক্লাবের অর্থনৈতিক দৈন্যদশায় বার্সার সঙ্গে নতুন চুক্তি হচ্ছে না মেসির!

স্প্যানিশ ক্রীড়াদৈনিক মার্কা এ নিয়ে আজ রাতেই প্রতিবেদন প্রকাশ করার পর একই তথ্য দিয়ে আরেকটি খবর প্রকাশ করেছে ইএসপিএন এস্পানা। এরপর রেডিও কাতালুনিয়ারও জানিয়েছে সেই দুঃসংবাদ।

মেসি অবশ্য গত ১ জুলাইয়ের পর থেকে কাগজে কলমে বার্সেলোনার খেলোয়াড় ছিলেনই না! গত ৩০ জুন বার্সার সঙ্গে তাঁর আগের চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here