ঢাকার দুই সিটির নির্বাচন প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা বলেছেন, আমরা ভোটকেন্দ্রের পরিবেশ সৃষ্টি করি। বাড়ি বাড়ি গিয়ে আমরা ভোটার আনতে পারবো না। সিইসি আরো  বলেন, ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম থাকার দায় নির্বাচন কমিশনের নয়, রাজনৈতিক দলগুলোর।
বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার আইইএস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে নিজের ভোট দিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। সিইসি আরো বলেন, নির্বাচন ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। আমাদের সব ধরনের প্রস্তুতি নেয়া আছে। তিনি বলেন, সব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ না করায় ভোটারদের মাঝে আগ্রহ কম। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম থাকার দুটি কারণ উল্লেখ করে সিইসি বলেন, নির্বাচনটি স্বল্প সময়ের জন্য, মাত্র ১ বছরের জন্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here