নিউজ বাংলা ডেস্ক:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের ৯ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সহ দপ্তর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বহিষ্কৃতরা হলেন- পঞ্চগড় জেলার সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান, পিরোজপুর জেলার কাউখালী উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কাফি চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক ফাতেমা ইয়াসমিন পপি, সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও জেলার সহ-সভাপতি ফারুক আহমেদ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি আনিসুল হক, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক কামাল পারভেজ সাজন, সুনামগঞ্জ জেলা মহিলা দলের আহবায়ক মদিনা আক্তার, বিশম্ভরপুর উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক আয়েশা আক্তার ও বিশম্ভরপুর উপজেলা বিএনপির সদস্য হারুনুর রশিদ দুলাল। বিবৃতিতে বলা হয়, তাদের প্রত্যেককেই দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হয়েছে।