ঢাকা: বিএনপি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নষ্ট করার পাশাপাশি গৃহযুদ্ধের হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর হোটেল রেডিসনে একটি অনুষ্ঠানে যোগ দেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি, ঐক্যফ্রন্ট তারা যেভাবে এখন হুঁশিয়ারি দিয়ে কথাবার্তা বলছে, সেটা কিন্তু সংঘাতের উস্কানী দিচ্ছে।

ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্টে কানাকড়ি দামও নেই মন্তব্য করে তিনি বলেন, ‘তারেক রহমানের আঙ্গুলের ইশারায় চলছে ঐক্যফ্রন্ট। কামাল হোসেনকে বিএনপি ব্যবহার করছে।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগকে ঠেকাতে বিএনপি জামায়াতকে ব্যবহার করবে। বিএনপি-জামায়াত বন্ধুত্ব থাকবেই।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের আচরণ এখনও আওয়ামী লীগের কাছে পক্ষপাতমূলক মনে হচ্ছে না।

তারেক রহমানের বিষয়টি নির্বাচন কমিশনে আওয়ামী লীগ অভিযোগ করলেও গণ-প্রতিনিধিত্ব অধ্যাদেশ তথা আরপিওতে কাভার না করায়, এ বিষয়ে ভিন্ন পথে সমাধান খুঁজছে তারঁ দল।

তিনি বলেন, ‘তারেক রহমানের স্কাইপে নিয়ে নির্বাচন কমিশন কোনও সমস্যা দেখছে না। এ বিষয়ে অন্য কি ব্যবস্থা নেয়া যায় আমরা তাই দেখছি।’

ওবায়দুল কাদের বলেন, ‘মনোনয়ন নিয়ে গনমাধ্যমে প্রকাশিত খবরের কোনও সত্যতা নেই। জরিপের ভিত্তিতেই মনোনয়ন দেয়া হচ্ছে। জয়ী হতে পারবে, এমন প্রার্থীদেরই মনোনয়ন দেয়া হবে। এ ক্ষেত্রে কোনও আপসের সুযোগ নেই।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here