নিউজ বাংলা ডেস্ক :
‘বেদের মেয়ে জোসনা’খ্যাত বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ যোগ দিয়েছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনৈতিক দল বিজেপিতে। বুধবার রাজ্য বিজেপির দপ্তরে তার হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এ ব্যাপারে দিলীপ ঘোষ ভারতীয় গণমাধ্যমকে জানান, বহু মানুষই এখন বিজেপিতে যোগ দিতে চাইছেন। তেমনিভাবেই বিজেপিতে যোগ দিলেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জু ঘোষ।
উল্লেখ্য, বাংলাদেশের ফরিদপুরের মেয়ে অঞ্জু ঘোষ ১৯৮২ সালে নির্মাতা এফ কবির চৌধুরীর হাত ধরে চলচ্চিত্রে আসেন। তিনি ঢালিউডে বহু হিট ছবি উপহার দেয়ার পর ১৯৯৬ সালে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান। এরপর থেকে সেখানেই স্থায়ীভাবে বসবাস করছেন এ অভিনেত্রী। সূত্র: সংবাদ প্রতিদিন