নির্বাক টকিজ
বিদিশা সরকার
রাত হলে আমাদের নির্বাক টকিজ তারা গোনে
মাফিয়ারা চলাচল করে যেই রাতে
সেই রাতে ।
রাত হলে আমাদের রক্ত জালিকা ছিঁড়ে
ফিনকি দিয়ে ওঠে সাবা আলি
কোথায় পৌঁছাব সেই আরোহণে
কোথায় উত্তর পত্র কন্টাক্ট লেন্স
আরোগ্যের অভিনব থার্মোমিটারে
স্যারিডন
মাইনর
হোচিমিন সরণী হেঁটে যায়
দু’একটা বোতাম কুড়িয়ে
সূচ খুঁজি
দর্জিপাড়া জাগে।
— পশ্চিমবঙ্গ