Newsbangla desk:
ছোট গাঁওখানি-ছোট নদী চলে, তারি একপাশ দিয়া/ কালো জল তার মাজিয়াছে কেবা কাকের চক্ষু নিয়া/ ঘাটের কিনারে আছে বাঁধা তরী পারের খবর টানাটানি করি/ বিনাসুতি মালা গাথিছে নিতুই এপার ওপার দিয়া/ বাঁকা ফাঁদ পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া। পল্লীকবি জসীম উদদীন একথাগুলো বলেছেন তাঁর নিমন্ত্রণ কবিতায়। কিন্তু একটি খালের স্বচ্ছ জলের দিকে কিংবা নৌকোর দৃশ্য দেখলে আমাদের মনে ভেসে আছে আমাদের প্রত্যেকের জন্মভ‚মিক কথা। কিছুদিন আগেও এ খালটি ছিল অবহেলিত পাশের রাস্তাটিও ছিল জরাজীর্ণ। খাল পুণর্খনন ও রাস্তা সংস্কার করায় এলাকাটি হয়ে উঠেছে দৃষ্টি নন্দন। ঘিওর আর দৌলতপুর উপজেলার মধ্যিখান দিয়ে বয়ে গেছে এ খাল ।দৌলতপুর উপজেলার ভররা-বনগ্রামবাসীর দুর্ভোগের দিন শেষ হয়েছে। এই খালের পাশ দিয়ে তারা যাতায়াত করে নির্বিঘেœ। বর্ষা এলো বলে, কদিন পরই তারা ইঞ্জিনচালিত নৌকায় নানা পসরা নিয়ে যাবে ঘিওর হাটে।