নিউজ বাংলা ডেস্ক: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ কারণে জয় পেয়েছে বাংলাদেশ। এগুলো হলো বাংলাদেশের উড়ন্ত সূচনা, সাকিব-মুশফিকের জুটি, লোয়ার অর্ডারের দৃঢ়তা, গুরুত্বপূর্ণ সময়ে উইকেট নেয়া ও দলীয় পারফরমেন্সে পার্থক্য। অনলাইন বিবিসির বিশ্লেষণে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশের ম্যাচ জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের নৈপুণ্য। দক্ষিণ আফ্রিকাকে অতি সম্মানের সঙ্গে হারিয়ে ম্যান অব দ্য ম্যাচ হন সাকিব আল হাসান। শুরু থেকেই বেশ কিছু জায়গায় বাংলাদেশের থেকে অনেকটা পিছিয়ে পড়তে থাকে দক্ষিণ আফ্রিকা।
উড়ন্ত সূচনা: সৌম্য সরকারের ব্যাটিংই যেন দলকে আত্মবিশ্বাস এনে দেয়। তিনি ৩০ বলে ৯টি চার মারেন।