নিউজ বাংলা ডেস্কঃ 

দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। মাত্র চার দিন পর কাতারের বুকে পর্দা উঠবে ফিফা বিশ্বকাপের এবারের আসরের। কাতার বিশ্বকাপ অনেক ফুটবলারের প্রথম আবার অনেক রথী-মহারথীদের শেষ বিশ্বকাপ। যাদের বিদায়ে ইতি ঘটবে ফুটবলের একটা সেনালী অধ্যায়ের।

পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, ক্রোয়েশিয়ান তারকা লুকা মডরিচ, ফ্রান্সের তারকা ফরোয়ার্ড সদ্য ব্যালন ডি’অর জয়ী করিম বেনজামাসহ অনেক রথী-মহারথীদের বিশ্বকাপ জয়ের স্বাদ পাওয়ার জন্য শেষ সুযোগ কাতার বিশ্বকাপ।

লিওনেল মেসি ২০১৪-তে কাছে গিয়েও ছোয়া হয়নি স্বপ্নের সেই ট্রফি, ফাইনালে ১১৪তম মিনিটে মারিও গোৎজের গোলে স্বপ্ন ভঙ্গ হয় তার। ২০১৮-তেও লুকা মডরিচ ক্রোয়েশিয়াকে ফাইনালে নিলেও ফ্রান্সের কাছে হেরে বিশ্বকাপের সোনার ট্রফিটি ছোয়া হয়নি, ২০১৮-তে ফ্রান্স বিশ্বকাপ জিতলেও সে দলে ছিলেন না করিম বেনজামা। তাই তারও অধরাই রয়ে গেলো সোনার ট্রফিটি ছোয়ার। ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল ২০০৬ সেমিফাইনালে উঠলেও ফ্রান্সের কাছে হেরে ফাইনালে যেতে পারেনি, তবে এবার তারকাসমৃদ্ধ পর্তুগাল নিয়ে সোনার ট্রফিটি ছোয়ার শেষ সুযোগ থাকছে রোনালদোর সামনে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here