নিউজবাংলা ডেস্ক 

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় আবারও বিজয়ী হয়েছেন বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম। এবার দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়েছেন তিনি।

তিনি লিখেছেন, দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেছে সালেহ আহমদ তাকরিম। মাশাআল্লাহ! তাবারাকাল্লাহ! কুরআনের মাসে এ বিজয় ছিনিয়ে আনার জন্য তোমায় আন্তরিক অভিনন্দন। এ বিজয় লক্ষ কিশোর তরুণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

স্ট্যাটাসটি বুধবার নিজস্ব ফেসবুকে পোস্ট করেন এ ইসলামি গবেষক। পোস্টটি করার পর পরই দ্রুত ভাইরাল হয়ে যায়।
এর আগে গতবছর সৌদি আরবে অনুষ্ঠিত হওয়া আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় ১১১টি দেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছিল বাংলাদেশের হাফেজ সালেহ আহমদ তাকরিম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here