নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব ডায়াবেটিস দিবস। দিবসটি সামনে রেখে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির একটি প্রতিষ্ঠান ন্যাশনাল হেলথকেয়ার নেটওয়ার্ক পরিচালিত শহীদ খালেক-ইব্রাহিম জেনারেল হাসপাতালের উদ্যোগে ৪দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
কর্মসূচির প্রথম দিনে রবিবার (১৪/ নভেম্বর) রাজধানীর সদরঘাট নতুন লঞ্চ টার্মিনালে আনুষ্ঠানিকভাবে কর্মসূচি চালু করেন। কর্মসূচির মধ্যে রয়েছে রক্ত পরীক্ষা, বিনামূল্যে চিকিৎসা পরামর্শ। এছাড়া প্রেসার, ওজন মাপার ব্যবস্থা করেছে প্রতিষ্ঠানটি।
হেলথকেয়ার নেটওয়ার্কের সিও ডাঃ এম এ সামাদ এর তত্ত্বাবধানে সার্বিক পরিচালনায় ৩ দিনে প্রায় দুই হাজার ব্যক্তিকে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ও সেবা পরামর্শ দিয়েছেন। শহীদ খালেকো- ইব্রাহিম জেনারেল হাসপাতলের পরিচালক ডাঃ মোঃ নজরুল ইসলাম প্রথম দিনের কার্যক্রম উদ্ভোধন করেন।
ডাঃ মোঃ নজরুল ইসলাম জানান, আমাদের হাসপাতালে নতুন তিনটি বিভাগ সংযোজিত হয়েছে। তা হচ্ছে, আই সি ইউ, এইচ ডি ইউ ও ডায়ালাইসিস। জানা যায়, ১৪ নভেম্বর ও ১৫ নভেম্বর সদরঘাট নতুন লঞ্চ টার্মিনালে তাদের কার্যক্রম পরিচালনা করে। ১৬ নভেম্বর মঙ্গলবার কালীগঞ্জ জেলা পরিষদ মার্কেট কেরানীগঞ্জ দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির কার্যালয়ে কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময়ে আরো উপস্থিত ছিলেন। হাসপাতালের ডেপুটি চীফ মেডিকেল অফিসার ডাঃ চৌধুরী মোঃ শওকত ওসমান, কেরানীগঞ্জ দোকান মালিকও দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মুসলিম ঢালী, কোষাধ্যক্ষ শেখ কাওসার,সমাজ কর্মী মোঃ মোস্তাফিজুর রহমান মোস্তাক সহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।আজ ১৭ নভেম্বর র্যালি । যা হাসপাতাল প্রাঙ্গণ থেকে পুরান ঢাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করবে। এরপরে কর্মসূচির সমাপ্তি করবে প্রতিষ্ঠানটি।