নিউজ ডেস্ক

বিশ্ব মিডিয়ায় চকবাজারের আগুনের ঘটনা নিয়ে খবর প্রকাশিত হয়েছে। বিবিসি অনলাইন তাদের মূল খবরে এ দুর্ঘটনার খবরটিকে স্থান দিয়েছে। তারা শিরোনাম করেছে ‘ঢাকার ঐতিহাসিক এলাকায় ভয়াবহ আগুন’। এ ঘটনায় ৭০ জন মারা গেছেন বলে উল্লেখ করেছে বিবিসি।

বার্তা সংস্থা এএফপি চকবাজারের আগুন নিয়ে লিখেছে, পুরান ঢাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৯ জন মারা গেছেন। রাসায়নিকের গুদাম হিসেবে ব্যবহৃত একটি ভবন থেকে কয়েকটি ভবনে ওই আগুন ছড়িয়ে পড়ে। অনেকেই ওই ভবনের ভেতর আটকা পড়ে।

রয়টার্স লিখেছে, বাংলাদেশে ভবনে আগুন লেগে ৭০ জন নিহত হয়েছেন। নিহত মানুষের সংখ্যা বাড়তে পারে। ওই ভবনে উদ্ধারকাজ চালাচ্ছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। বাংলাদেশে ভবনে আগুনের ঘটনা প্রায়ই দেখা যায়।

টাইমস অব ইন্ডিয়ার অনলাইন সংস্করণে বাংলাদেশের ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর এসেছে। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে তারা লিখেছে, আগুনের ঘটনায় ৬৯ জন নিহত ও ৫০ জনের বেশি আহত হয়েছেন। নয় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে পারেন ফায়ার সার্ভিসের কর্মীরা।

গুগল নিউজের ওয়ার্ল্ড ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে নিউইয়র্ক টাইমসের প্রকাশ করা খবরটি। এ ছাড়া মিরর, ইয়াহু নিউজ, দ্য কুইন্ট, গার্ডিয়ান নিউজ, আল–জাজিরা, এনডিটিভি, টেলিগ্রাফের মতো সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে।

চকবাজারের আগুনের বিষয়টি ফেসবুক ও টুইটারেও ব্যাপকভাবে শেয়ার করছেন এই দুটি মাধ্যমের ব্যবহারকারীরা।

গতকাল রাত ১০টা ১০ মিনিটে নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। রাতে পৌনে একটার দিকে পাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে।

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) জাবেদ পাটোয়ারী সকাল সাড়ে আটটার দিকে ব্রিফিংয়ে জানান, ৭০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আরও লাশ থাকতে পারে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত লাশের সংখ্যা জানা যাবে না বলছে ফায়ার সার্ভিস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here