বিশ্ব-সুন্দরী-পিরোজপুরের-ঐশীনিউজবাংলা ডেস্ক: এবার মিস ওয়ার্ল্ডের মুকুট জিতেছেন মেক্সিকোর ভেনেসা পোঞ্চ। রানার আপ হয়েছেন থাইল্যান্ডের নিকোলন লিমসুকান। বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল ফেরদৌস ঐশী হয়েছেন ১৩তম। বার্তা সংস্থা ইউএনবির এক খবরে এই তথ্য জানানো হয়েছে। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ৬৮তম আসরের সেরা সুন্দরীদের তালিকায় এবার বাংলাদেশের হয়ে ইতিহাস গড়েন ঐশী। বিভিন্ন দেশের প্রতিযোগীদের হারিয়ে এবার ফাইনালে লড়াই করেন তিনি। এর আগে কোনো বাংলাদেশি ফাইনালের মঞ্চে যেতে পারেননি।

এছাড়াও আয়োজক চীনের অবস্থানও বাংলাদেশের পরে। চীনের ম্যাও পেইরঈকে থামতে হয় ১৬তম স্থানে গিয়ে।

শনিবার চীনের সানাই শহরে বসেছিল ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব। আর এতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করেন মিস বাংলাদেশ জান্নাতুল ফেরদৌস ঐশী। বাংলাদেশ সময় বিকেল ৫টায় মিস ওয়ার্ল্ডের গ্র্যান্ড ফিনালে সরাসরি সম্প্রচার করে জুম টেলিভিশন।

পিরোজপুরের মাটিভাঙ্গা গ্রামে জন্মগ্রহণ করেন ঐশী। ১৮ বছর বয়সী এই সুন্দরী চলতি বছর বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেছেন। এ বছর ৩০ হাজার প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ খেতাব জিতে নেন ঐশী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here