ঢাকা: ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের আবেদনের প্রেক্ষিতে ফের সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। আগামী ৭ নভেম্বর সকাল ১১টায় গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

রবিবার রাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ড. কামাল হোসেনের চিঠির প্রেক্ষিতে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে ছোট পরিসরে ৭ নভেম্বর (বুধবার) সকালে আবারও সংলাপ অনুষ্ঠিত হবে।’

১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও প্রায় একই কথা বলেন। তিনি জানান, সংবিধানের ভেতর থেকে নির্বাচন করার ওপর জোর দিয়ে ১৪ দলের নেতারা বলেছেন, সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।

এর আগে গত ১ নভেম্বর রাতে গণভবনে জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে সংলাপ করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী সভাপতি শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here