নিউজবাংলা ডেস্ক 

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আটটি আবাসিক হলে ২৪ জন শিক্ষার্থী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক (ডিএসডব্লিউ) অধ্যাপক মিজানুর রহমান রোববার (১৫ জানুয়ারি) বিষয়টি  নিশ্চিত করেন।

তিনি বলেন, যারা আক্রান্ত হয়েছে আমরা তাদের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করছি। কারণ, হলে আলাদা করে থাকার মতো কোনো ব্যবস্থা নেই।

নতুন বছরের শুরু থেকে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের কারণে গতকাল শনিবার থেকে অনলাইনে ক্লাস চালানোর ঘোষণা দেয় বুয়েট কর্তৃপক্ষ। গত ১২ জানুয়ারি এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এতে জানানো হয়, একাডেমিক কাউন্সিলের ৪৭৪ অধিবেশনে অনলাইনে ক্লাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে জুলাই-২০২১ টার্মের সকল লেভেল/টার্মের শিক্ষার্থীদের থিউরি ক্লাস, ক্লাস টেস্ট এবং ল্যাবরেটরি ক্লাস আগামী ১৫ জানুয়ারি থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনলাইনে অনুষ্ঠিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here