রংপুর প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭৭ তম সিন্ডেকেটের বিশেষ সভা রবিবার অনুষ্ঠিত হছে। ভাইস-চ্যান্সেলর ও সিন্ডিকেট সভাপতি প্রফেসর ডক্টর মেজর নাজমুল আহসান কলিমউল্লাহ, বিএনসিসিও-এর সভাপতিত্বে স্বাস্থ্যবিধি মেনে সশরীরে এবং জুম কনফারেন্সের মাধ্যমে সভাটি  বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ লিঁয়াজো অফিসে অনুষ্ঠিত হয়।

সিন্ডিকেট সভায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালেয় সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিন্ডিকেট সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সম্মানীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, সম্মানীয় ট্রেজারার প্রফেসর ড. মোঃ হাসিবুর রশীদ, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো. মাহমুদ-উল হক, দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস্ (বিইউপি)-এর সম্মানীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আবুল কাশেম মজুমদার, বেরোবি জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন মোঃ আতিউর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আর এম হাফিজুর রহমান এবং বেরোবি বহিরাঙ্গন কার্যক্রম এর পরিচালক প্রফেসর ড. মোঃ নাজমুল হক। এছাড়াও সিন্ডিকেটের সদস্য-সচিব এবং বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল আবু হেনা মুস্তাফা কামাল, এএফডব্লিউসি, পিএসসি (অব:) সভায় উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here