নিউজবাংলা ডেস্ক:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় অতিরিক্ত সিমেন্টবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে চালক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে ফুলছড়ি উপজেলা সঙ্গে সদরের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সোমবার সকালে উপজেলার কালিরবাজার-উদাখালী সড়কের পূর্বছালুয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ফুলছড়ি ফায়ার সার্ভিস উদ্ধারকাজ চালিয়ে যাচ্ছে।

জানা গেছে, ট্রাকটি ৫০ টন সিমেন্ট নিয়ে ফুলছড়ি যাচ্ছিল। ট্রাকটি পূর্বছালুয়া নামক স্থানে ব্রিজ পার হওয়ার সময় ব্রিজটি ভেঙে ট্রাক খালে পড়ে যায়।

ফুলছড়ি থানার ওসি কাওসার আলী জানান, ট্রাকের হেলপারকে উদ্ধার করা গেলেও চালক মারা গেছেন। তার মরদেহ ট্রাকের নিচে চাপা পড়েছে। মরদেহ উদ্ধারে চেষ্টা চলছে।

সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, বন্যায় বেইলি ব্রিজটি ভেঙে যায়। সাময়িক চলাচলের জন্য মেরামত করা হলেও ঝুঁকিপূর্ণ থেকে যায়। তারপরও ৫ টনের অতিরিক্ত পণ্য পরিবহন করা যাবে না মর্মে ব্রিজের উভয় পাশে সাইনবোর্ড দেওয়া হয়।

গাইবান্ধা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশাদুজ্জামান বলেন, ট্রাকটি সরানোর পর ব্রিজটি প্রতিস্থাপনের কাজ শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here