আন্তর্জাতিক ডেস্ক: ভারতের একটি মন্দিরের প্রসাদ খেয়ে ১১জনের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ হয়ে পড়েছে ৮২জন। খবর এনডিটিভির। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের চমরজগড়ে। পুলিশ জানায়, সুলাওয়াড়ি গ্রামের এক মন্দিরে শুক্রবার মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানের পর প্রসাদ বিতরণ চলছিল। প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েন মন্দিরের ভক্তরা। দ্রুত অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া শুরু করতেই রাস্তাতে তিন মহিলা-সহ পাঁচ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে আরও ৬ জনের মৃত্যু হয়েছে।
মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছে জেলা কর্তৃপক্ষ। ওই জেলা প্রশাসনের আধিকারিক জানান, ‘কোনও ভাবে প্রসাদের সঙ্গে বিষ মিশে গিয়েছে। আমরা প্রসাদ পরীক্ষা করার ব্যবস্থা করেছি।’মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামী নিহতদের পরিবারের প্রতি গভীর শোক জানিয়েছে। এছাড়া নিহতদের প্রত্যেক পরিবারকে ৬ লাখ টাকা দেওয়ার ঘোষণা দিয়েছেন
এছাড়া ওই প্রসাদ খেয়ে ৬৩ কাকেরও মৃত্যু হয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানায়।