নিউজবাংলা ডেস্ক:
আরএফএল গ্রুপের ইলেকট্রনিকস পণ্যের জনপ্রিয় ব্র্যান্ড ‘ভিশন’ ও ‘ভিগো’-এর বিভিন্ন পণ্য পরিবেশনে সংশ্লিষ্ট পরিবেশকদের নিয়ে আঞ্চলিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নেন বিভিন্ন বিক্রয় অঞ্চলের প্রায় আড়াইশ পরিবেশক।
আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল, ভিশন ও ভিগো ইলেকট্রনিকস এর হেড অব অপারেশন নুর আলম, মাহাবুবুর রহমান ও রাশেদুজ্জামান, ভিশন এর জেনারেল ম্যানেজার (বিপণন) মাহবুবুল ওয়াহিদ এবং ভিগো’র হেড অব মার্কেটিং মোহাম্মদ রাশেদ-উল আলমসহ প্রতিষ্ঠানটির বিক্রয় ও বিপণন বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।