নিউজবাংলা ডেস্ক:
ভূমিকম্পে কেঁপে উঠেছে লাদাখ। স্থানীয় সময় রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.১। উৎসস্থলের গভীরতা ছিল মাটি থেকে ১০ কিলোমিটার নিচে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে রোববার সকালে এই অঞ্চলে আরও একটা ভূমিকম্প হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৩.৭। এছাড়া গত শুক্রবারও লাদাখে ৫.৪ মাত্রার আরও একটি কম্পন অনুভূত হয়।