https://i0.wp.com/www.jugantor.com/assets/news_photos/2019/08/08/image-208501-1565244928.jpg?w=696&ssl=1

নিউজ বাংলা ডেস্ক: রাজধানীতে বৃহস্পতিবার ভোর থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টির বাগড়াতেও থেমে নেই রাজধানীবাসীর ঈদযাত্রা। পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বৃষ্টির ভোগান্তি মাথায় নিয়ে বাড়ির পথে ছুটছেন ঘরমুখো মানুষ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে ব্যস্ততম শহর ঢাকা ছাড়ছেন সর্বস্তরের মানুষ।

আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা। ফলে এর আগে শুক্র ও শনিবার সাপ্তাহিক এবং রোববার ঈদের ছুটি থাকায় বৃহস্পতিবার নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে।

ঈদযাত্রার অন্যান্য দিনের মতো আজও সকাল থেকেই রেল, সড়ক ও নৌপথে বাড়ির পথে রওনা হয়েছেন ঘরমুখো মানুষ। তবে সকালে বৃষ্টির কারণে দুর্ভোগে পড়তে হয়েছে। কিন্তু ঘরে ফেরার আনন্দে এ বৃষ্টি যেন কিছুই নয়।

ট্রেনযাত্রী কামাল জানান, ভোর থেকেই বৃষ্টি হচ্ছে। গাড়ি পাওয়া যাচ্ছিল না। পরে উবারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির ভোগান্তি মাথায় পরিবার নিয়ে কমলাপুর আসতে হলো।

গত ৩০ জুলাই ঈদুল আজহার আগাম টিকিট যারা কেটেছেন, তারাই ভোর থেকে বিভিন্ন গন্তব্যে যাত্রা করছেন।

আজ সকাল ৬টায় রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ৬টা ২০ মিনিটে, সিলেটগামী পারাবত এক্সপ্রেস ৬টা ৩৫ মিনিটে, চট্টগ্রামগামী সোনারবাংলা এক্সপ্রেস ৭টায়, কিশোরগঞ্জগামী এগারসিন্ধুর প্রভাতী সোয়া ৭টায়, দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায় ও চট্টগ্রামগামী মহানগর প্রভাতী সকাল পৌনে ৮টায় কমলাপুর ছেড়ে গেছে। চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছেড়ে গেছে।

এবার ট্রেন সময় মেনেই চলাচল করছে। তবে ১০-২০ মিনিট বিলম্ব করছে কিছু ট্রেন।

এ ছাড়া ঈদ শেষে ৫ আগস্ট দেয়া হবে ১৪ আগস্টের ফিরতি অগ্রিম টিকিট। ৬ আগস্ট দেয়া হবে ১৫ আগস্টের, ৭ আগস্ট দেয়া হবে ১৬ আগস্টের, ৮ আগস্ট ১৭ আগস্টের এবং ৯ আগস্ট ১৮ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here