নিউজবাংলা ডেস্ক:

মানবাধিকার সুরক্ষা ও অগ্রায়নের ক্ষেত্রে বাংলাদেশের অবিচল প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছেন জাতিসঙ্ঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশনের তৃতীয় কমিটির সাধারণ বিতর্কে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘জনকেন্দ্রিক’ ও ‘সমগ্র সমাজ কেন্দ্রিক’ দৃষ্টিভঙ্গি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ জনগণের মানবাধিকারের সুরক্ষা ও অগ্রায়নে কাজ করে যাচ্ছে।

তিনি সামাজিক উন্নয়নে নারী, মেয়ে শিশুদের মানবাধিকার, আইনের শাসন এবং এ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালীকরণ এবং সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদ এবং সাইবার অপরাধ ও মাদকসহ অন্যান্য অপরাধ দমনে বিশ্বব্যাপী চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি তুলে ধরেন।

রাষ্ট্রদূত ফাতিমা বৈশ্বিক মহামারি কোভিড-১৯ এর ফলে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি এবং চলমান আর্থ-সামাজিক কর্মকাণ্ডে এর সম্ভাব্য প্রভাব মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গৃহীত ত্বরিত ও কার্যকর পদক্ষেপ সমূহের কথা তুলে ধরেন।

তিনি জাতিসঙ্ঘ মহাসচিব কর্তৃক তৃতীয় কমিটিতে দাখিলকৃত বিভিন্ন প্রতিবেদনে মানবাধিকার রক্ষাসহ সামাজিক খাতে বাংলাদেশের অর্জনসমূহের যে স্বীকৃতি দেয়া হয়েছে তাও উল্লেখ করেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত ফাতিমা রোহিঙ্গা সঙ্কটের বিষয়টিও কমিটিতে উত্থাপন করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানের আলোকে এই সমস্যার সমাধানে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

কোভিড-১৯ এর দীর্ঘমেয়াদী প্রভাব সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে রাষ্ট্রদূত ফাতিমা বৈশ্বিক এই মহামারির কারণে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনের ক্ষেত্রে সৃষ্ট প্রতিবন্ধকতা কাটিয়ে উঠতে প্রচলিত কার্যধারার বাইরে এসে সবাইকে এক সাথে কাজ করার আহ্বান জানান।

কোভিড-১৯ এর কারণে জাতিসঙ্ঘ সদরদফতরে অনুষ্ঠিত তৃতীয় কমিটির এই সভা সংক্ষিপ্ত আকারে এবং সামাজিক দূরত্ব মেনে অনুষ্ঠিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here