মানিকগঞ্জ প্রতিনিধি:
বিদ্যুৎ, গ্যাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আওয়ামী সরকারের সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদে এবং ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে কেন্দ্রঘোষিত এপ্রিলের ৮ তারিখ বিকেল ৩টা থেকে ৫ টা পর্যন্ত ঘিওর উপজেলায় বিএনপি’র অবস্থান কর্মসূচীত পালিত হয়। ঘিওর উপজেলা বিএনপির সভাপতি মীর মানিকুজ্জামানের সভাপতিত্বে ও এডভোকেট ওয়াজেদ আলী মিষ্টারের সঞ্চালনায় উক্ত কর্মসূচিত নেতৃত্ব দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত ও মানিকগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও বিএনপির প্রয়াত মহাসচিব মরহুম খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। উপজেলা বিএনপি ও সকল অংগ সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণে আরো উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের সভাপতি তোজাম্মেল হক তোজা, ঘিওর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুঁইয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন, যুবদলের যুগ্ম আহবায়ক এবং জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ, জেলা যুবদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার তুহিন, ঘিওর উপজেলা যুবদলের আহবায়ক মাসুদুর রহমান, সদস্য-সচিব ছানোয়ার হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি তানভীর আহমেদ সবুজ সহ প্রমুখ।