মানিকগঞ্জ প্রতিনিধি : উৎসাহ, উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা নির্বাচন । আগামী চার বছরের জন্য নির্বাচিত কর্মকর্তারা হলেন: সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন (টিপু), রফিকুল ইসলাম পরান, ইস্রাফিল হোসেন ও আব্দুস সালাম। সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, অতিরিক্ত সাধারণ সম্পাদক বাবুল সরকর, যুগ্ম সম্পাদক মাহাবুবুর রহমান জনি ও সেলিম পারভেজ, কোষাধ্যক্ষ বশির রেজা এবং নির্বাহী সদস্য মশিউর রহমান শিমুল, মাহবুবুল আলম সুমন, একেএম আব্বাস আকন মিল্টন, প্রদীপ শিকদার রিপন, গোলাম ছারোয়ার ছানু, আনিসুর রহমান হিমু, বাসুদেব সাহা, তানজিলুর ফারগানী, আনোয়ার হোসেন আনু, আবুল বাশার, শহিদুল হক খোকন, খোরশেদ চৌধুরী লাভলু, ফাহমিদ হোসেন খান রাসেল ও মোহাম্মদ হানিফ।

মোট ২৩টি পদের বিপরীতে ৪৩ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। ১২৮ জন ভোটারের মধ্যে ১২৩ জন ভোটার ভোট দেন। সকাল ১০ টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। ভোট গণনা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। এর আগে সংরক্ষিত নির্বাহী সদস্য (পুরুষ) পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন সিংগাইর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সায়েদুল আলম ও শিবালয় উপজেলা ক্রীড়া সম্পাদক মহিদুজ্জামান তড়িৎ, নির্বাহী সদস্য (নারী) রোমেজা আক্তার মাহিন ও রাজিয়া সুলতানা। উল্লেখ্য, পদাধিকার বলে জেলা প্রশাসক হলেন সভাপতি, পুলিশ সুপার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হলেন সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া অফিসার হলেন এক নম্বর নির্বাহী সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here