নিউজবাংলা ডেস্ক:

মালয়েশিয়ার জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ছয়টি নৌকাসহ ৬০ জন চীনা নাগরিককে আটক করা হয়েছে। মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এমএমইএ) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, গত শুক্রবার মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় জোহর অঙ্গরাজ্যের সমুদ্রসীমায় অভিযান চালিয়ে মাছধরা নৌকাগুলো আটক করা হয়।

এমএমইএ’র আঞ্চলিক পরিচালক মোহাম্মদ জুলফাদলি নায়ান বলেন, খতিয়ে দেখা গেছে নৌকাগুলো চীনের কিনহুয়াংদাওয়ে নিবন্ধন করা।

নৌকাগুলোতে ছয়জন ক্যাপ্টেন এবং ৫৪ জন ক্রু ছিলেন। তারা সবাই চীনা নাগরিক এবং বয়স ৩১ থেকে ৬০ বছরের মধ্যে।

মালয়েশীয় কর্তৃপক্ষের দাবি, আটকের সময় নৌকাগুলোতে কোনও মালামাল ছিল না। ধারণা করা হচ্ছে, সেগুলো উত্তর-পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ায় যাচ্ছিল, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে তাদের থামতে হয়।

চীনের সঙ্গে মালয়েশিয়ার সমুদ্রবিরোধ অনেকদিনের। এ অঞ্চলের অন্যতম পণ্য পরিবহনের রুট দক্ষিণ চীন সাগরের বেশিরভাগ অংশই নিজেদের বলে দাবি করে চীন।

২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত অন্তত ৮৯বার চীনা কোস্টগার্ডের অনুপ্রবেশের অভিযোগ করেছে মালয়েশিয়া।

চলতি বছরের শুরুতেও মালয়েশিয়ার বিশেষ অর্থনৈতিক অঞ্চলে প্রায় এক মাসব্যাপী অনুসন্ধান চালিয়েছিল চীনের একটি অনুসন্ধানী জাহাজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here