নিউজবাংলা ডেস্ক:

ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাস পজিটিভ শনাক্তের পর ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট পদপ্রার্থী জো বাইডেন শুক্রবার আমেরিকানদের করোনভাইরাসকে গুরুত্বসহকারে নেয়ার ও জনসমক্ষে ফেস মাস্ক পরার আহ্বান জানিয়েছেন।

বাইডেন মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে মঞ্চে বিতর্কে অংশ নেয়ার পর শুক্রবার কোভিড-১৯ টেস্টে ট্রাম্পের করোনা পজিটিভ ধরা পড়ে।-খবর বাসস

ভোটের লড়াইয়ের প্রধান কেন্দ্র মিশিগান অঙ্গরাজ্যের একটি নির্বাচনী জনসভায় বক্তৃতায় বাইডেন বলেন, এটি কোনো রাজনীতির বিষয় নয়, বরং আমাদের সবাইকে একযোগে স্মরণ রাখতে হবে যে ভাইরাসটি স্বয়ংক্রিয়ভাবে দূর হচ্ছে না। তাই একে আমাদের গুরুত্ব দিতে হবে।

তিনি মাস্ক পরা, হাত ধোয়া ও সামাজিক দূরত্ব অনুশীলনে সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশপ্রেমিক হোন। এটি নিজেকে শারীরিক শক্ত-সামর্থ্যবান ব্যক্তি প্রমাণের বিষয় নয়, এটি আপনার নিজের দায়িত্ব পালনের বিষয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here