নিউজবাংলা২৪ ঢাকা:
মেহেরপুর জেনারেল হাসপাতালের একজন নার্সসহ আরও তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। বুধবার বিকেলে জেলা সিভিল সার্জন নাসির উদ্দিন তথ্যটি নিশ্চিত করেন।
২ মে জেনারেল হাসপাতালের নার্সের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। বুধবার দুপুরে নমুনার ফল জানানো হয়। ইতিমধ্যে ওই নার্সের সঙ্গে যাঁরা ছিলেন, তাঁদের প্রত্যেককেই হোম কোয়ারেন্টিন রাখা হয়েছে। এ ছাড়া নার্সের বাসভবন লকডাউন করা হয়েছে।
এদিকে গাংনীতে প্রথম দুজন করোনা রোগী শনাক্ত হওয়ার পর তাঁদের বাড়িসহ আশপাশের পরিবারকে লকডাউন করা হয়েছে। সকালে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সাদিয়া সুলতানা দুজনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
পজিটিভ রোগীর মধ্যে একজন ঢাকা থেকে ফিরেছেন। অপরজন ওমান দেশ থেকে ফিরেছেন। প্রশাসনের পক্ষ থেকে তাঁদের যেকোনো ধরনের সহায়তা পেতে হটলাইনে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। সেই সঙ্গে করোনাভাইরাসের সচেতনতায় সব নিয়মকানুন যথাযথভাবে পালনের পরামর্শ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here