নিউজবাংলা২৪ ডেস্ক: করোনায় আক্রান্ত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের অবস্থা সংকটাপন্ন। রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মস্তিস্কে রক্তক্ষরণ হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শুক্রবার সকালে ব্রেন সার্জারি করা হয় সাবেক এই মন্ত্রীকে। তিনি এখন ভেন্টিলেশনে রয়েছেন। তার ব্লাড প্রেশার আনস্টেবল। তার শারিরীক অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জন বিভাগের প্রধান অধ্যাপক ডা. রাজিউল হকের নেতৃত্বে শুক্রবার ব্রেন সার্জারি করা হয় তাকে। ডা. রাজিউল হক গতকাল দুপুরে গণমাধ্যমকে বলেন, ্তুসাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ব্লাড প্রেশার (বিপি) আনস্টেবল। বিপি মেইনটেইন করতে ড্রাগসের প্রয়োজন হচ্ছে।
ওনার শারিরীক অবস্থা এখন সংকটাপন্ন। ডা. রাজিউল হক আরও বলেন, মোহাম্মদ নাসিমকে ক্রিটিক্যাল অবস্থায় অপারেশন করা হয় একটা চান্স নেয়ার জন্য। অপারেশনের পর থেকে তিনি ভেন্টিলেশনে আছেন। তাকে এখন ঘুমের ওষুধ টোটালি ডিপ করে দেয়া আছে। ওষুধ আস্তে আস্তে কম করে দিয়ে আগামীকাল (আজ) তার জ্ঞান ফেরানোর চেষ্টা করা হতে পারে। তবে বিপি আনস্টেবল থাকলে সে চেষ্টা করা হবে না। এটাই শঙ্কার। এর আগে গত পহেলা জুন প্রথম সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে।