বিনোদন ডেস্ক: চিত্রনায়িকা মৌসুমী এক প্রিয়দর্শিনী নায়িকা। মৌসুমী মানেই যেন নতুন কিছু। ভিন্ন ধরনের কাজ তিনি সব সময়ই দর্শকদের উপহার দেয়ার চেষ্টা করেন। সবশেষ পরিচালক হাবিবুল ইসলাম হাবিবের ‘রাত্রীর যাত্রী’ ছবিতে অভিনয় করেন ঢালিউডের জনপ্রিয় তারকা মৌসুমী। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন আনিসুর রহমান মিলন। এ ছবির পর এবার নতুন একটি অনুষ্ঠানে দর্শকরা মৌসুমীকে সামনে দেখতে পাবেন। আগামী মাসে শুরু হচ্ছে মাহে রমজান। আর এই রমজানকে ঘিরে বিভিন্ন টিভি চ্যানেলে নির্মাণ হবে নানা অনুষ্ঠান। প্রিয়দর্শিনীখ্যাত মৌসুমী ‘কুইক রেসিপি’ নামে ভিন্নধর্মী একটি অনুষ্ঠানের উপস্থাপনা করবেন এবার।

এর শুটিংয়ে কয়েকদিন পরই মালয়েশিয়া ছুটবেন তিনি। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, রান্নার অনুষ্ঠান হলেও ‘কুইক রেসিপি’র বিষয়বস্তু একটু ভিন্ন। মালয়েশিয়ায় যেসব বাঙালি থাকেন তাদের খাবারের রেসিপি কেমন স্বাদের হয়, ভিন্নতা কি থাকে তা এ অনুষ্ঠানে আমার মাধ্যমে দর্শকরা দেখতে পাবেন। এ ছাড়া আরো বিভিন্ন বাঙালি খাবারের আয়োজন নিয়ে থাকছে রান্নার এই বিশেষ অনুষ্ঠানটি। এর শুটিংয়ের কাজে কয়েকদিন পরই মালয়েশিয়া রওনা করবো। অনুষ্ঠানটি গ্রন্থনা, পরিকল্পনা ও প্রযোজনা করছেন আফতাব বিন তমিজ। পরিচালনা করবেন রিপন নাগ। অনুষ্ঠানের প্রযোজক আফতাব বিন তমিজ বলেন, ৩০ পর্বের এ অনুষ্ঠানের শুটিং হবে মালয়েশিয়ার কুয়ালালামপুরসহ বিভিন্ন জায়গায়। ১৫ দিন শুটিং হবে এবং তা দর্শকরা বাংলাদেশের একুশে টিভি, এশিয়ান টিভি ও ডিবিসি নিউজে রমজানে দেখতে পাবেন। মৌসুমী খুব ভালো একজন অভিনয়শিল্পী ও উপস্থাপিকা। তাই ‘কুইক রেসিপি’-এর জন্য তাকে নির্বাচন করেছি আমরা। অনুষ্ঠানটি নিয়ে আমি বেশ আশাবাদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here