নিউজবাংলা২৪ ডেস্ক: যশোর-৪ আসনের এমপি রনজিত কুমার রায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে নমুনা পরীক্ষায় তার ফলাফল করোনা পজিটিভ আসে। পরে যশোরের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয় আওয়ামী লীগের এই সংসদ সদস্যকে।
আজ মঙ্গলবার তার ব্যক্তিগত সহকারী তপন কুমার বিশ্বাস গণমাধ্যমকে বলেন, গতকাল রাত একটার দিকে ওনাকে সিএমএইচে ভর্তি করা হয়েছে, চিন্তার কিছু নেই। যেহেতু ওনার পজেটিভ এসেছে তাই আমরা আইসোলেশনের ব্যবস্থা নিয়েছি। ওনার পরিবারের আর কেউ যাতে করোনায় আক্রান্ত না হয় সেজন্যও আমরা ব্যবস্থা নিয়েছি।
তিনি আরো বলেন, স্যারসহ আমরা মোট ৪ জন টেস্ট করিয়ে ছিলাম, সবার নেগেটিভ এসেছে শুধু ওনার পজিটিভ এসেছে। স্যার সুস্থ আছেন।