নিউজবাংলা ডেস্ক:
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
গ্রেফতাররা হলেন, ইকবাল, আলম ও রহমান।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে যাত্রাবাড়ী কাঁচাবাজার সংলগ্ন হাজী রহমান পেট্রল পাম্পের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, ইয়াবা উদ্ধারের গ্রেফতারদের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।