ঢাকা: সংবিধান অনুযায়ী বর্তমান সরকারের অধীনে নির্বাচনে অংশগ্রহণ ইতিবাচক হিসেবে দেখছে বিকল্পধারা বাংলাদেশ।
শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের সঙ্গে বিকল্পধারার সভাপতি বদরুদ্দোজা চৌধুরী নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সংলাপ শেষে একথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
তিনি বলেন, যুক্তফ্রন্টের অনেক দাবিই সরকার মেনে নিয়েছে। নির্বাচনে স্টাইকিং ফোর্স হিসেবে থাকবে সেনা বাহিনী। যুক্তফ্রন্টের সঙ্গে গঠনমূলক ও ভালো আলোচনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, যুক্তফ্রন্ট নির্বাচনের আগে সংসদ ভেঙে দেওয়া বা নিষ্ক্রিয় রাখার দাবি সরকার মেনে নিয়েছে। কারণ ইতোমধ্যে সংসদের শেষ অধিবেশন হয়ে গেছে।
অন্যদিকে, যুক্তফ্রন্টের সাত দফার চারটিই সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন ফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। আলোচনা ফলপ্রসু হয়েছে জানিয়ে তিনি বলেন, তাদের দাবিগুলোকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত যৌক্তিক হিসেবে আখ্যায়িত করেছেন। শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সাথে সংলাপ শেষে বারিধারায় নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে বদরুদ্দোজা চৌধুরী এসব কথা জানান।
গণভবনে ক্ষমতাসীন জোটের সাথে যুক্তফ্রন্টের সংলাপের বিষয়ে গণমাধ্যমকে অবহিত করতে শুক্রবার রাতে বারিধারায় নিজ বাসভবনে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
এসময় তিনি বলেন, যুক্তফ্রন্টের দেয়া সাতটি দাবির চারটিই প্রধানমন্ত্রী যৌক্তিক বলে মেনে নিয়েছেন। তিনি বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড, সরকারের ক্ষমতা সীমিত করা, নির্বাচনের সঙ্গে জড়িত সকলের কমিশনের অধীনে কাজ করাসহ নানা বিষয়ে একমত হন প্রধানমন্ত্রী।
বদরুদ্দোজা চৌধুরী বলেন, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের মতো কিছু দাবিকে অসাংবিধানিক উল্লেখ করে তা মেনে নিতে অপারগতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তবে, ইভিএম ব্যবহার সা করার ব্যাপারে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন বলেও জানান বদরুদ্দোজা চৌধুরী।