নিউজ বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আলাবামা অঙ্গরাজ্যে টর্নেডোর আঘাতে রোববার ১৪ জনের মৃত্যু ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছে। খবর এএফপি’র।
লি কাউন্টির শেরিফ জে জোন্স বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১৪ জনের মৃত্যুর ব্যাপারে নিশ্চিত হয়েছি।’
তিনি আরো বলেন, এই ঘটনায় আরো বেশ কয়েকজন ‘গুরুতর আহত হয়েছে।’ তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে।
লি কাউন্টির তদন্ত কর্মকর্তা বিল হ্যারিস নিহতের সংখ্যার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যম এমএসএনবিসিকে বলেন, ‘এখন পর্যন্ত আমরা ১৪ জনের মৃত্যুর কথা জানতে পেরেছি। এই সংখ্যা বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।’
তিনি আরা বলেন, ‘নিহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে।’
আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহামের জাতীয় আবহাওয়া দপ্তর লি কাউন্টিতে অন্তত আট জনের মৃত্যুর কথা নিশ্চিত করে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
আবহওয়া অফিস আরো জানায়, এতে অনেকে আহত হয়েছে এবং আরো অনেক নিখোঁজ রয়েছে।
জোন্স বলেন, ঝড়টি ঘন্টায় ০.৪ কিলোমিটার বেগে আঘাত হেনে বেশ কয়েক মাইল এলাকা ল-ভ- করে দিয়েছে।
বিদ্যুৎ সংস্থা জানায়, ঝড়ের কারণে লি কাউন্টিতে ৫ হাজারের বেশি লোক বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here